এই সময়ে কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের উপর দিয়ে খুব শক্তিশালী ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছে। কারণ শক্তিশালী ঘূর্ণিঝড় বুলবুল কলকাতার খুব কাছাকাছি অবস্থান করছে। কলকাতার ১০০ কিলোমিটার দক্ষিণ পূর্বে ও দক্ষিণ কলকাতা শহরতলির সোনারপুর ও বারুইপুর এর ৮০ কিলোমিটার দক্ষিণ দিক দিয়ে ঘূর্ণিঝড় বুলবুল পূর্ব ও উত্তর-পূর্ব দিকে অগ্ৰসর হচ্ছে।
পরবর্তী ২-৩ ঘন্টা বাতাসের এই গতিবেগ বজায় থাকবে। সেই কারণেই আশেপাশের উত্তর 24 পরগনা, নদীয়াতেও লক্ষ্য করা যাচ্ছে এই ঝড়।
কলকাতায় বর্তমানে ৬৫-৭৫ কিলোমিটার/ ঘন্টা গতিবেগে বাতাস বয়ে যাচ্ছে। দক্ষিণ কলকাতা শহরতলি অঞ্চলে যা ৭৫-৮৫ কিলোমিটার/ ঘন্টা গতিবেগে বয়ে যাচ্ছে। দমকা হাওয়ার ঝাপটা ৯৫ কিলোমিটার/ঘন্টা।
সুন্দরবন অঞ্চলে ও দক্ষিণ ২৪ পরগণার উপকূলীয় এলাকায় প্রবল গতিতে ১১০-১১০ কিলোমিটার/ ঘন্টা বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছে। দমকা হাওয়ার ঝাপটা ১২০ কিলোমিটার/ ঘন্টা।
তবে ক্রমশ শক্তি হারাচ্ছে,দক্ষিণ বাংলাদেশের উপর অবস্থান করবে বুলবুল। নদী সাগরে সমস্ত কাজকর্ম বিকাল পর্যন্ত বন্ধ রাখার কথা বলা হয়েছে আবহাওয়া দপ্তর সূত্রে।