নতুন ছবির প্রচারে কলকাতায় রাজকুমার রাও নতুন ছবি ভিড় এর প্রচারে আগরপারায় হাজির হলেন বলিউড অভিনেতা রাজকুমার রাও। আগামী ২৪ সে মার্চ মুক্তি পেতে চলেছে রাজকুমার রাও ও ভূমি পেডনেকর অভিনীত ছবি ভিড়। যার ট্রেলার ইতিমধ্যেই নজর কেড়েছে দর্শকদের। কলকাতায় এসে রাজকুমার নিজেকে বাংলার জামাই হিসেবেও পরিচিতি দিলেন। তাকে এক ঝলক দেখার জন্য এদিন উপচে পড়েছিল মানুষের ভিড়। তিনি নিজেও অত্যন্ত খুশি শহর কলকাতায় এসে। তাকে ঘিরে ভক্তদের উন্মাদনও ছিল একেবারে চোখে পড়ার মতো।