নরেশ ভকত, বাঁকুড়াঃ সরকারী ন্যাহ্যমূল্যে ধান বিক্রি করতে গিয়ে চরম হেনস্থার সম্মুখীন হচ্ছেন চাষীরা। এমন অভিযোগে উত্তাল হলো কোতুলপুর কৃষক বাজার।
চাষীদের অভিযোগ, সরকারী ন্যাহ্যমূল্যে কৃষক বাজারে ধান বিক্রি করতে হলে ক্যুইন্ট্যাল প্রতি ৫ থেকে ৮ কেজি পর্যন্ত মনগড়া হিসেবে বাদ দেওয়া হচ্ছে। প্রতিবাদ করলে হয়রানি হতে হচ্ছে। এমনকি ধান ওজনের জন্য সরকারী ওয়ে ব্রীজ দীর্ঘদিন নষ্ট হয়ে পড়ে আছে বলেও অভিযোগ।এর পরিপ্রেক্ষিতে ‘পার্চেসিং অফিসার’ উৎপল বরাট বলেন, কোন সমস্যা নেই। পর্যায়ক্রমেই এখানে ধান কেনা হচ্ছে।