নরেশ ভকত, বাঁকুড়াঃ আসন্ন বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দলগুলি ইতিমধ্যে সংগঠন মজবুত করতে গুটি সাজাতে শুরু করে দিয়েছেন । শনিবার সোনামুখী ব্লকের নিত্যানন্দপুর গ্রামে বিজেপি কর্মীরা কৃষক সুরক্ষা অভিযান কর্মসূচি পালন করলেন । সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে এক মুষ্টি চাল সংগ্রহ করলেন ও কেন্দ্রীয় কৃষি আইনের স্বপক্ষে একটি করে লিফলেট তাদের হাতে তুলে দিলেন । আগামী বিধানসভা নির্বাচনের আগে সাধারণ মানুষের সঙ্গে বিজেপির নেতৃত্বদের জনসংযোগ তৈরি ও পাশাপাশি ভোট আদায়ের নতুন কৌশল বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ । তবে ২০২১ বিধানসভা নির্বাচনে বাংলার মাটি গেরুয়া হয় নাকি নীল-সাদা থাকে তা সময়ই বলবে ।