মঙ্গলবার রাতে মালদার হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত করিয়ালি বাজারে প্রকাশ্যে গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়ায়।গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় এক যুবকের, নাম চাঁদ সিং(২২)। গুলি করার অভিযোগ উঠে কার্তিক রবি দাস ও এক যুবকের বিরুদ্ধে বিরুদ্ধে। ধৃত কার্তিক রবি দাস এবং তার আরেক সঙ্গী জগন্নাথ দাসকে বুধবার সামসি স্টেশন থেকে গ্রেপ্তার করে পুলিশ। বৃহস্পতিবার ধৃত দুই অভিযুক্তকে চাঁচল মহকুমা আদালতে তোলা হয়। ধৃতদের কাছ থেকে একটি পিস্তল পাওয়া গেছে। সেই পিস্তল তারা কোথা থেকে পেয়েছে সেই নিয়েও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। জিজ্ঞাসাবাদ থেকেই জানা গেছে প্রণয়ঘটিত সম্পর্কের জেরে এই খুন।অভিযুক্ত কার্তিক রবি দাসের সঙ্গে চাঁদ সিংয়ের পাড়ার একটি মেয়ের সম্পর্ক গড়ে উঠেছিল।অনেকের অভিযোগ কার্তিক রবি দাস মেয়েটিকে কটুক্তি করত।চাঁদ সিং এই নিয়ে তাকে পাড়াতে আসতে মানা করে।সেখানেই বিবাদের সূত্রপাত।তারপর মঙ্গলবার রাতে কার্তিক রবিদাস জগন্নাথ দাস কে নিয়ে বাইকে করে করিয়ালি বাজারে আসে।সেখানেই পরিকল্পনা মাফিক চাঁদ সিং কে ডেকে নিয়ে গিয়ে গুলি করে।
হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয় কুমার দাস জানান দুই অভিযুক্তদের চাঁচল মহকুমা আদালতে তোলা হয়েছে,সাত দিনের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন করা হয়েছে।