রাস কার্নিভালে নবদ্বীপে এসে আমি আপ্লুত,কার্নিভালে সকলের মনজয় করার পর একান্ত সাক্ষাতকারে জানালেন কালা হান্ডির কাটাপ্পা ওরফে সুনীল মহানন্দ
মলয় দে নদীয়া:-
নবদ্বীপে রাস কার্নিভালে অংশগ্রহন কারী পুজো উদ্যোক্তারা তাদের কার্নিভাল শোভাযাত্রায় যেমন স্থানীয় লোকসংস্কৃতির প্রতুভাকে সামনে এনে তাদের সুসজ্জিত শোভাযাত্রা নিয়ে কার্নিভালে অংশ নেয়, পাশাপাশি বিভিন্ন রাজ্যের স্থানীয় লোকসংস্কৃতিরও মেলবন্ধন ঘটায় নবদ্বীপের রাস কার্নিভালে।
রাস কার্নিভাল ২০২৪ এ এবছর তেমনই ছিলো কালা হান্ডির কাটাপ্পা ও তার পুরো টিমের অভাবনীয় প্রদর্শনী, যা সকলের মন জয় করেছে।
আর কার্নিভল শেষে কালাহান্ডির কাটাপ্পা ওরফে সুনীল মহানন্দ জানান পশ্চিম বঙ্গে এসে তার খুব ভাল লেগেছে, বিশেষ করে আয়োজক পুজো কমিটি পঞ্চদশ পল্লীকেও ধন্যবাদ জানান তিনি, তিনি জানান তিনি তার গোটা টিম নিয়ে উড়িষ্যা থেকে এসেছেন, আগামী দিনেি তার নবদ্বীপে আসার ইচ্ছে আছে বলেও জানান তিনি।