মুর্শিদাবাদের ভগবান গলায় মহা মিছিল কংগ্রেসের।
কেন্দ্রে বিজেপি সরকারের কৃষি আইন বিল বাতিল দাবিতে ও দ্রব্যমূল্য বৃদ্ধির দাবিতে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী নেতৃত্বে একটি মিছিল আজ ভগবান গলায় অনুষ্ঠিত হলো।
অধীর রঞ্জন চৌধুরী মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্তে মহা মিছিল ও জনসভা করছেন সামনে বিধানসভা ভোটের লক্ষ্য রেখেই কেন্দ্রে বিজেপি সরকার ও রাজ্য তৃণমূল সরকারের বিরোধিতা করে বিভিন্ন জায়গায় কংগ্রেসের মিছিল ও পথসভা চলছে। প্রতিটি জনসভায় কংগ্রেস কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো.