মলয় দে, নদিয়া, ১৯ ডিসেম্বর : পেয়াঁজের ঝাঁজে আর দামে দুটোই পাল্লা দিয়ে মানুষের চোখের জল এনে দিচ্ছে । হঠাৎ আজ শনিবার শান্তিপুর চৌগাছা পাড়া বড়ো গোপাল মন্দিরের সংলগ্ন রাস্তার ধারে ৩৫ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি হতে দেখা গেলো । আর উক্ত বিষয়কে প্রতক্ষ্য করে এলাকাবাসি থেকে শুরু করে পথ চলতি সাধারণ মানুষের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো । খবর পেয়ে অনেকেই ছুটে এসে কেজি কেজি পেঁয়াজ কিনে নিয়ে যান তাদের পরিবারের উদ্দেশ্যে ।
তবে কোনো সরকারি উদ্যোগ নয়, একজন ব্যবসায়ীর ব্যাক্তিগত উদ্যোগ । এমনটাই জানা গেলো কথোপকথন সূত্রে । তবে খবর দেখার সময় অনেকেই হয়তো ভাবছেন, এটা তার ব্যবসায়িক কৌশল হতে পারে। প্রাথমিকভাবে তাই মনে হচ্ছিলো সবার। কিন্তু সেই ব্যবসায়ীর বক্তব্য ক্রেতারা এইভাবে উপকৃত হয়েছেন, তাতেই তিনি সন্তুষ্ট বলেই জানিয়েছেন ।