নন্দীগ্রামে মমতা বন্দোপাধ্যায়ের উপর চক্রান্ত করে হামলার প্রতিবাদে শান্তিপুর ফুলিয়া 34 নম্বর জাতীয় সড়কের পাশে অবস্থান বিক্ষোভ করল শান্তিপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। আজকের এই অবস্থান বিক্ষোভে উপস্থিত ছিলেন রানাঘাট সাংগঠনিক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি রাকেশ পারুই, শান্তিপুর ব্লক st.sc.obc সেলের সভাপতি সৈকত দাস, এই বিক্ষোভ অবস্থানের মধ্য দিয়ে রানাঘাট সাংগঠনিক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি রাকেশ পারুই বলেন, গতকাল নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর মনোনয়নপত্র জমা দিয়ে যখন ফিরছিলেন তখন বিজেপি কর্মী সমর্থকরা মমতা বন্দ্যোপাধ্যায়কে চক্রান্ত করে হামলা চালায়। এর পরেও তারা বলছে মুখ্যমন্ত্রী নাটক করছে বাংলার সাধারন মানুষের জন্য এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক লড়াইয়ে আক্রান্ত হয়েছে কখনো নাটক করিনি আজ বিজেপি চক্রান্ত করেই এই কাজ করেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ের পাতায় চোট লেগেছে এম, আর, আই, করার পরে চিড় ধরেছে বলে ডাক্তারের জানান। এরপর বিজেপি বলছে নাটক করছে একদিন এই বিজেপিকে মুখ্যমন্ত্রীর পায়ের তলায় আসতে হবে আশ্রয় নেওয়ার জন্য। এভাবেই মন্তব্য করলেন ছাত্রনেতা রাকেশ পারুই।
অন্যদিকে এ প্রসঙ্গে বিজেপি সাংসদ জগন্নাথ সরকার জানান, “পুরোটাই নাটক! তার দলীয় কর্মীদের ভীড়ে তিনি নিজেই পড়ে যান বরং সিআরপিএফের জওয়ানরা তাকে, তাৎক্ষণিক গাড়ির পেছনের সিটে শুইয়ে দেন, আত্মরক্ষীদের সাথে বরফ লাগানো এবং হাসপাতালে নিয়ে যাওয়ার কাজে সহযোগিতা করেন, তাদের বিরুদ্ধে তিনি অভিযোগ তুলছেন। তার দ্রুত আরোগ্য কামনা করি তাই বলে, ভোটের আগে এ ধরনের অভিনয় করে আবেগ পাওয়ার চেষ্টা করছেন তিনি। কারণ তিনি জানেন শুভেন্দু অধিকারে কাছে তার পরাজয় নিশ্চিত।