মন্দিরের সামনে থেকে তাজা বোমা উদ্ধার

নিউস ডেস্ক , রাজ্য :- গভীর রাতে বোমার আওয়াজে কেঁপে উঠল গোটা এলাকা। সকালে মন্দিরের সামনে বোমা পড়ে থাকায় এলাকায় উত্তেজনা। ঘটনাটি শান্তিপুর পৌরসভার অন্তর্গত ১২ নম্বর ওয়ার্ডের পটেশ্বরী স্ট্রিট মেজ গোপাল মন্দিরের সামনে।সূত্রে জানা যায় গভীর রাতে একটি বোমার আওয়াজে কেঁপে ওঠে গোটা এলাকা , সকালে পটেশ্বরী স্ট্রিটের মেজ গোপাল মন্দিরের সামনে একটি তাজা বোমা দেখতে পাওয়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় । ঘটনাস্থলে শান্তিপুর থানার পুলিশ পৌঁছে ওই তাজা বোমা গুলি কে উদ্ধার করে। এছাড়াও কে বা কারা এই বোমাবাজির ঘটনায় যুক্ত তার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।