নরেশ ভকত, বাঁকুড়াঃ বাঁকুড়া জেলায় হাতির সমস্যা নতুন নয়, বিগত কয়েক দশক ধরে হাতির সমস্যায় জর্জরিত জেলাবাসী। কখনো মানুষের প্রাণহানি তো কখনো বা ফসলের ক্ষয়ক্ষতি। এই দৃশ্য নিত্যনৈমিত্তিক হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে বাঁকুড়া জেলার মেজিয়া, গঙ্গাজলঘাটি, বেলিয়াতোড়, বড়জোড়া সহ বিভিন্ন ব্লক বেশি ক্ষতিগ্রস্ত। আজ ভরদুপুরে একটি দলছুট দাঁতাল মেজিয়া ব্লকের বিভিন্ন প্রান্তে চসে বেড়াল। নন্দনপুর মোড় এলাকায় কারো ফসলের জমিতে হানা, তো কারো বা আবার খামারের মজুত করা ধান খেয়ে লোকালয়ে ঘুরে বেড়ালো এই দলছুট দাঁতাল।অবশেষে গ্রামবাসীদের তাড়া খেয়ে জাতীয় সড়কের উপর দিয়েই ছুটে বেড়ালো হাতি। অবশ্য সেই হাতিকে তাড়াতে কোন উদ্যোগ দেখা পডলো না বনদপ্তরের। কবে জেলাবাসী এই হাতির সমস্যা থেকে নিস্তার পাবে সেই আশাতেই দিন গুনছেন তারা।