বহরমপুর সাংবাদিক বৈঠকে অধীর রঞ্জন চৌধুরী

নিউস ডেস্ক, বহরমপুর :- বহরমপুরে দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠক করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। তিনি বলেন ভারতবর্ষের যারা ক্ষমতায় আছে রাজনীতির মূল ভাবধারায় ভারতের সাম্প্রদায়িকতা ধর্মীয় মেরুকরণ শাসক দলের মূল এজেন্ডা হয়ে দাঁড়িয়েছে। স্বাধীনতার পর কখনোই পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িকতার রাজনীতির প্রচলন ছিল না এখন সাম্প্রদায়িকতা জড়িয়ে যাচ্ছে। তৃণমূল দল প্রসঙ্গে তিনি বলেন যতদিন যাবে তৃণমূল দল ভেঙে যাবে। মমতা ব্যানার্জি একদিন দল ভাঙার কাজ করেছিল ,তৃণমূল কংগ্রেস গঠন হয়েছিল , এখন তার উল্টোটা হওয়াটাই স্বাভাবিক। আগামী দিনে তৃণমূল দল থাকবে না বলে তার মত।সমস্ত তৃণমূল নেতা কর্মীর কাছে তার আবেদন ধর্মনিরপেক্ষ দলে এসে কংগ্রেসের হাতে শক্ত করুন এটাই তার পরামর্শ।