নরেশ ভকত, বাঁকুড়াঃ দীর্ঘ প্রায় এক বছরের বেশি সময় ধরে বন্ধ রেশনের ন্যূনতম কমিশন। বারংবার বিভিন্ন আন্দোলন সংগঠিত করলেও তাতে টনক নড়েনি রাজ্য সরকারের। অবশেষে আগামী জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকেই রেশন সামগ্রী বিতরণ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ এমআর ডিলার অ্যাসোসিয়েশনের বাঁকুড়া জেলার রেশন ডিলাররা।
মেজিয়ার একটি বেসরকারি ম্যারেজ হলে এম আর ডিলার অ্যাসোসিয়েশনের রাজ্যভিত্তিক সম্মেলন সভায় রাজ্য তথা জেলা নেতৃত্ব রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ দেগে এই সিদ্ধান্তই নেন। রেশন ডিলারদের দাবি দীর্ঘদিন ধরে কমিশন বন্ধ থাকায় চরম সমস্যায় আছে তারা। রাজ্য সরকারের কাছে বারংবার আবেদন নিবেদন করা সত্বেও আশানুরূপ ফল না পাওয়ায় অবশেষে তারা এই সিদ্ধান্ত গ্রহণ করতে বাধ্য হলেন। সংগঠনের জেলা সভাপতির কথায় সহমত হয়ে ডিলাররাও এই বিক্ষোভ সামিল হতে চলেছে । জানুয়ারি মাস থেকে রেশন ডিলাররা তাদের কর্মবিরতি শুরু করলে সাধারণ মানুষের যে হয়রানির অন্ত থাকবে না সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না।