শান্তিপুর পৌরসভা এলাকার 19 নম্বর ওয়ার্ডের কাপড়ের হাটে কাজ করা 18 বছর বয়সী এক যুবকের মোবাইল ফোন ছিনতাই করাকে কেন্দ্র করে চাঞ্চল্য শান্তিপুরে। এ বিষয়ে ওই যুবক সৌমিত্র বঙ্গ জানান, আজ সকাল 9:30 নাগাদ শান্তিপুর মাতাল গড়ের রাস্তা দিয়ে সাইকেল চালিয়ে বাথনা স্টেশনের উদ্দেশ্যে যাচ্ছিল। সাইকেল চালাতে চালাতেই ফোনটি তার হাতে ছিল, হঠাৎই পিছন থেকে আসা এক সাইকেল আরোহী তার মাথায় গাছের ডাল দিয়ে সজোরে মারে, এরপরই রাস্তার উপরে ছিটকে পড়ে যায় ওই যুবক। সাথে সাথেই ওই যুবকের হাত থেকে মোবাইল ফোনটি ছিনতাই করে পালিয়ে যায়। ওই যুবক জানান গত পাঁচ মাস আগে ফোন টি কিনেছিল 13000 টাকা দামের ভিভো y20। পেছনে ধাওয়া করতেই পালিয়ে যায় ওই ছিনতাইকারী। এরপর এই পুরো ঘটনাকে কেন্দ্র করে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে ওই যুবক। ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।