পরীক্ষাকেন্দ্রে মোবাইল সহ ধরা পড়ল ২ পরীক্ষার্থী, পুলিশের হাত ছাড়িয়ে চম্পট দিল ১ জন

নরেশ ভকত, বাঁকুড়াঃ রবিবার আদালতের গ্রুপ ডি কর্মী নিয়োগের জন্য জাজশিপ পরীক্ষা চলার সময় বিষ্ণুপুর শিবদাস বালিকা বিদ্যালয় এবং কেজি ইঞ্জিনিয়ারিং কলেজে দুই পরীক্ষার্থীদের মোবাইল সমেত হাতেনাতে ধরে ফেললেন পরীক্ষকরা। তাঁদের পরীক্ষার নিয়ম ভাঙার অভিযোগে পুলিশের হাতে তুলে দেয় কর্তৃপক্ষ।

ওই দুজনকে বিষ্ণুপুর থানায় নিয়ে আসার সময় পুলিশের হাত ছাড়িয়ে দৌড় মারে এক পরীক্ষার্থী। সে দৌড়ে একটি বাড়িতে ঢুকে গেলে পুলিশ তাঁকে ধাওয়া করে ওই বাড়িতে ঢুকে ফের পাকড়াও করে। ধৃত ওই ২ জনই অন্য জেলার বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গেছে। এদিন বিষ্ণুপুর মহকুমা পুলিশ আধিকারিক প্রিয়ব্রত বক্সী বলেন, আজ আদালতের কর্মী নিয়োগ পরীক্ষা চলার সময় নিয়ম ভেঙে পরীক্ষাকেন্দ্রে মোবাইল নিয়ে ঢোকার অভিযোগে ২ পরীক্ষার্থীকে আটক করা হয়েছে।অভিযোগ পেলে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।