পথদুর্ঘটনায় সোনামুখীতে মৃত্যু হল এক ব্যক্তির

পথদুর্ঘটনায় সোনামুখীতে মৃত্যু হল এক ব্যক্তির ।

নরেশ ভকত, বাঁকুড়াঃ সোনামুখীতে পথ দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হল । ঘটনাটি ঘটেছে সোনামুখী – বিষ্ণুপুর রাস্তার ওপর সোনামুখী থানার বলরামপুরে । মৃত ব্যক্তির নাম মাধব রায় । বয়স 50 বছর । বাড়ি সোনামুখী থানার কৃষ্ণবাটি এলাকায় ।

পুলিশ সূত্রে জানতে পারা যায় , মাধব রায় নামের ওই ব্যক্তি পায়ে হেঁটে নিজের বাড়ি ফিরছিলেন সেই সময় একটি গাড়ি তাকে পিষে দিয়ে চলে যায় ঘটনাস্থলেই মৃত্যু হয় তার । এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয় । খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় সোনামুখী থানার পুলিশ । স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় পুলিশ মৃতদেহ উদ্ধার করে বিষ্ণুপুর জেলা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায় । পুরো ঘটনার তদন্ত শুরু করেছে সোনামুখী থানার পুলিশ ।