*নাতির সঙ্গে মুকেশ আম্বানির vairal নেট দুনিয়া l*

*নাতির সঙ্গে মুকেশ আম্বানির vairal নেট দুনিয়া l*

দাদু হলেন মুকেশ আম্বানি। পরিবারের নতুন অতিথির সঙ্গে ছবি শেয়ার করলেন শিল্পপতি। মুম্বইয়ের ধীরুভাই আম্বানি হাসপাতালেই জন্ম হয় আকাশ-শ্লোকার ছেলের।
আম্বানি পরিবারে নতুন সদস্য হাজির হওয়ার পর সংবাদ সংস্থা পিটিআইকে সেই খবর জানানো হয়। এরপরই নাতির সঙ্গে মুকেশ আম্বানির ছবি ভাইরাল হয়ে যায়। আকাশ-শ্লোকার ছেলের জন্মের পর জানানো হয়, ভগবান কৃ্ষ্ণের আর্শীবাদে আকাশ এবং শ্লোকার কোল আলো করে সন্তান এসেছে। মুকেশ আম্বানির কোলে আকাশ-শ্লোকার ছেলের ছবি প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়।
২০১৯ সালের ৯ মার্চ আকাশ আম্বানির সঙ্গে গাঁটছড়া বাঁধেন শ্লোকা মেহতা। আম্বানিদের ওই অনুষ্ঠানে হাজির হন রাজনীতিবিদ থেকে বলিউড সেলেব কিংবা ক্রিকেট তারকারা। তারা ঝলমলে বিয়ের অনুষ্ঠান নিয়ে সরগরম হয়ে ওঠে গোটা দেশের সংবাদমাধ্যম।

  • *প্রতিনিধি – অভিজিৎ চক্রবর্তী , নভি মুম্বাই l*