মলয় দে, নদীয়া :- নদীয়ার জাভাতে এক প্রেস কনফারেন্সে নদীয়া জেলার বিভিন্ন এলাকার জাতীয় কংগ্রেসের কর্মীদের ক্ষোভ উঠে আসলো জেলা সভাপতি অসীম সাহার বিরুদ্ধে। নদীয়া জেলা কংগ্রেসের অসীম সাহার পদত্যাগের দাবি করে একরাশ ক্ষোভ উগরে দিলেন সংবাদমাধ্যমের সামনে। তারা দাবি করেন যদি কংগ্রেসের অসীম সাহাকে সভাপতির পদ থেকে না সরানো হয় তাহলে হয়তো পদত্যাগ করতে বাধ্য হবেন বিক্ষুব্ধ কংগ্রেস কর্মীরা। মূলত তার বিরুদ্ধে স্বজনপোষণের বিভিন্ন দৃষ্টান্ত তুলে ধরা হয়। যেটা বর্তমানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। জেলা সভাপতি অসীম সাহা স্বজনপোষণ করেছেন বিভিন্ন ব্লক এবং শহরের সভাপতি মনোনীতর ক্ষেত্রে। বেশ কিছু জায়গায় তৃণমূল, সিপিএম ও বিজেপির সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলা সভাপতি মনোনীত করেছেন শুধুমাত্র তাঁর ঘনিষ্ঠ হওয়ার কারণে। এ বিষয়ে তাদের একান্ত প্রিয় নেতা অধীর চৌধুরীর কাছে জানিয়েছেন, সুফল না মিললে আইসিসি তে গিয়ে ও জানাতে রাজি আছেন তারা, তাতেও ফল না মিললে গণ দল ত্যাগ করবেন বলে জানান। তারা অসীম সাহার বিরোধিতা করবেন সংঘবদ্ধভাবে। তারা বলেন আমরা দল বিরোধী নই , ব্যক্তি অসীম সাহার মতো একজন অযোগ্য নেতৃত্বর অপদার্থতায় কংগ্রেসের মতন একটা সর্বভারতীয় দলকে কালিমা লিপ্ত করছে।