নদিয়ার করিমপুরে পাঁচটি বাড়ি ভস্মীভূত হলো আগুনে

মলয় দে, নদীয়া, ১৮ ডিসেম্বর : গত বৃহস্পতিবার সকালে করিমপুরে পিপুল খোলা গ্রামের মালোপাড়ায় পাঁচটি বাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে যায়। জানা যায় রান্না করতে করতে আগুন লেগেছে।করিমপুর বিধায়ক বিমলেন্দু সিংহ রায় খবরটা পাওয়া মাত্রই সঙ্গে সঙ্গে সেই ঘটনাস্থলে উপস্থিত হয়। ঘটনাটা দেখে সে তৎক্ষণাৎ যৎসামান্য অর্থ তাদের সাহায্য করে , ঘটনাটি বিডিও অফিস ও ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিস জানানো হয়। বিধায়ক বিমালেন্দু সিংহ রায় সেই ঘটনাস্থলে গিয়ে সেই পরিবারের হাতে শীতের বস্ত্র কম্বল জামা কাপড় তুলে দেয়। দুর্ঘটনা কবলিত পরিবারগুলির পাশে আগামীতেও থাকবে বলে জানিয়েছেন তিনি।যাদের বাড়ি পুড়ে যায় তাদের মধ্যে থেকে মালতি মাল জানায়, রান্না করতে করতে আগুন লাগে এবং মুহূর্তের মধ্যে ভস্মীভূত হয়ে যায় পাঁচটি বাড়ি।