নরেশ ভকত, বাঁকুড়াঃ পুরুলিয়া যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ল শুভেন্দু অধিকারীর কনভয়ের একটি গাড়ি। ঘটনায় আহত হয়েছেন এক নিরাপত্তারক্ষী । বৃহস্পতিবার দুপুর ১.৩০ মিনিট নাগাদ বাঁকুড়ার ওন্দা থানা এলাকার ৬০ নম্বর জাতীয় সড়কের উপর এই দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় পুলিশ জানিয়েছে, আচমকাই একটি পিকআপভ্যান ওই কনভয়ের একটি গাড়িকে ধাক্কা মারে। বিষ্ণুপুরের দিক থেকে দ্রুতগতিতে ছুটে আসা সাতটি গাড়ির মধ্যে পেছনদিকে থাকা দুটি গাড়িতে ধাক্কা মারে পিকআপ ভ্যানটি। আহত নিরাপত্তারক্ষীকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। এই ঘটনায় শুভেন্দুবাবুর কিছুই হয়নি বলে সূত্রের খবর। এদিন পুরুলিয়ায় একটি বিজেপির সভা রয়েছে। সেই সভাতেই যোগ দেওয়ার জন্য যাচ্ছিলেন শুভেন্দু অধিকারী ।
খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় ওন্দা থানার পুলিশ । পুলিশ গিয়ে গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন ।