দিল্লিতে কৃষক আন্দোলনের সমর্থনে রাস্তায় সিপিএম নেতা সুশান্ত ঘোষ

শান্তনু পান,পশ্চিম মেদিনীপুর:- বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ৩ নং ব্লকের চন্দ্রকোনারোড এলাকায় দিল্লিতে কৃষক আন্দোলনের সমর্থনে রাস্তায় সিপিএম নেতৃত্ব।এইদিন চন্দ্রকোনারোডের ডাবরা এলাকা থেকে শুরু করে প্রায় তিন কিলোমিটার মিছিলে হাঁটেন দোর্দণ্ডপ্রতাপ সিপিএম নেতা সুশান্ত ঘোষ সহ দলের অন্যান্য নেতাকর্মীরা। এই দিন এই মিছিলে কয়েক হাজার সিপিআইএম কর্মী-সমর্থক পা মেলায়, মিছিল শেষে চন্দ্রকোনা রোড পার্টি অফিসে বসেই একের পর এক ইস্যুতে শাসক শিবিরকে কড়া ভাষায় নিশানা করেন সুশান্ত ঘোষ।

 

এদিন বিভিন্ন এলাকায় সন্ত্রাসের বিরুদ্ধে পুলিশকে ব্যবহার নিয়ে ফের একবার সোচ্চার হন সিপিএমের এই দাপুটে নেতা। এইদিন বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন সিপিআইএমকে হাঁটাতে পরিকল্পিতভাবে মাওবাদীদের সঙ্গে যুক্ত হয়ে সিপিআইএমকে কিভাবে খারাপ করা যায় নেতাই তার অঙ্গ, অন্যদিকে তিনি আরো বলেন যারা বাংলাকে বিরোধীশূন্য করার জন্য লড়াই করেছিলেন তারা আজকে গুটি গুটি পায়ে তৃণমূল শূন্য বাংলা জন্য তৈরি হচ্ছেন, পাশাপাশি গত লোকসভা ভোটে রাজ্যে ১৮ টি আসন দখল করেছিল গেরুয়া শিবির সেই সাপেক্ষে সুশান্ত ঘোষ বলেন ওই ১৮ টি আসনের মধ্যে ১৪ টি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের পর এই হয়েছে। এটা বাংলার মানুষ বুঝে নিয়েছে, বিজেপি সেই তৃণমূল, তবে আগামী দিনে বাংলার মানুষ সব বুঝিয়ে দেবে।