মলয় দে , নদীয়া :- কৃষ্ণনগরের সুদীপ্ত ভৌমিক ছোটবেলা থেকেই থ্যালাসেমিয়ায় আক্রান্ত। রক্ত জোগাড়ের কারণে কৃষ্ণনগরেরই প্রতীক, অনিন্দ্য, বাপ্পার মতো বেশকিছু বন্ধু সোশ্যাল মিডিয়ায় আবেদন রাখতে থাকে নিয়মিত। বিভিন্ন রক্তের গ্রুপের গ্রহীতার মেলবন্ধনে ক্রমেই বাড়তে থাকে হোয়াটসঅ্যাপ ফেসবুক গ্রুপ। নামকরণ হয় “প্রচেষ্টা”।
করোনা পরিস্থিতিতে পারস্পরিক দূরত্ব বজায় রাখা এবং সম্পূর্ণ লকডাউনে রক্তাল্পতায় ভুগতে থাকে সরকারি ব্লাড ব্যাংক গুলি, তাদের সঙ্গে আলাপচারিতার মাধ্যমে জেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় বেশ কয়েকটি রক্তদানের ব্যবস্থা করে কিছুটা সামঞ্জস্য রক্ষার দায়িত্ব পালন করে ‘প্রচেষ্টা’।আজ কৃষ্ণনগর শক্তিনগর মাঠে ‘প্রচেষ্টা’ এবং জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত স্বেচ্ছাসেবীদের সংগঠনের সহায়তায় কৃষ্ণনগর এবং নবদ্বীপ ব্লাড ব্যাংকের দুটি আলাদা রক্ত সংগ্রাহক দলের সহযোগিতায় ৭৬ ইউনিট রক্ত সংগৃহীত হয়।