বাংলার একমাত্র সংগীত ঘরানার পীঠস্থান বিষ্ণুপুর কেন্দ্রে এবারের নির্বাচনে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের গুড বুকে উঠে এসেছে বড়জোড়ার গৃহবধূ তথা দলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলা যুব সভানেত্রী অর্চিতা বিদের নাম। বিষ্ণুপুরের তাবড়-তাবড় নেতারা আশায় ছিলেন এবারের নির্বাচনে বিষ্ণুপুরের কোনো ভূমিপুত্র নির্বাচনে লড়ার টিকিট পাবেন। তাই আশায় বুক বেধেছিলেন সকলেই। কিন্তু ৩৬৫ দিন দলের হয়ে মাঠে থেকে যাওয়া নেতাদের আশায় জল ঢেলে তপসিয়ার তৃণমূল ভবন বহিরাগত অর্চিতা বিদের নাম ঘোষণা করায় স্বাভাবিকভাবেই হতাশ দলের বড় অংশ। অর্চিতার হয়ে তাঁরা প্রচারের ময়দানে নামবেন কিনা তাই নিয়েও দলের অন্দরে চর্চা শুরু হয়েছে। নির্বাচনে টিকিট না পাওয়ায় ইতিমধ্যেই তৃণমূলের বিষ্ণুপুর শহর যুব সভাপতি দলের প্রতি বিদ্রোহ ঘোষণা করে গেরুয়া শিবিরে নাম লিখিয়েছেন এবং অর্চিতার প্রতিদ্বন্দ্বী হিসাবে বিজেপির টিকিট পেয়েছেন। তাই এবার হালে পানি টানতে সেলিব্রিটিদের উপর ভরসা রাখতে হচ্ছে অর্চিতাকে। সেই তালিকায় প্রথম অর্চিতা বিদকে ভোট দেওয়ার জন্য বিষ্ণুপুরবাসীর কাছে আবেদন জানালেন বিষ্ণুপুর ঘরানার প্রবাদপ্রতিম শিল্পী অমিয় রঞ্জন ভট্টাচার্যের সুপুত্র বিষ্ণুপুর ঘরানার ষষ্ঠ প্রজন্মের শিল্পী শান্তুনু ভট্টাচার্য। তিনি সোশ্যাল সাইটে একটি ভিডিওর মাধ্যমে বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্রে অর্চিতা বিদকে ভোট দেওয়ার আবেদন জানিয়ে বলেন ‘অর্চিতা ভীষণ লড়াকু নেত্রী। ওঁকে আপনারা সাপোর্ট করলে মাননীয়া মুখ্যমন্ত্রীর হাত শক্ত হবে। অর্চিতা রাজনৈতিক পরিবারে বড় হয়ে ওঠা মেয়ে। এবারের নির্বাচনে তৃণমূলের যোগ্য প্রার্থী বিষ্ণুপুর পেয়েছে’।