তন্তুজিবি প্রধান শান্তিপুরে ভোট প্রচারের প্রথম দিন প্রার্থী অজয় দে বেছে নিলেন তাঁতের হাটকেই

নদীয়ার শান্তিপুরের ক্ষেত্রে তৃণমূলের প্রার্থী ঘোষিত হয়েছে বেশ কিছুদিন আগেই। তাই রাজনৈতিক ফাঁকা মাঠ এই কিছুদিনের জন্য। যদিও আজ বিজেপির প্রার্থী ঘোষণা হতে পারে, জোটের সিদ্ধান্ত হয়নি এখনো। তাই দেওয়াল লেখার কাজ প্রায় গুছিয়ে ফেলেছে তৃণমূল । আজ থেকে শুরু করে দিলেন ভোট প্রচারের কাজ। শুরুর এই প্রথম দিনটি বেছে নিলেন ভারত বিখ্যাত শান্তিপুর তাঁতের হাটকে। কারণ শান্তিপুর তন্তুজিবি প্রধান অঞ্চল, কাপড় কেনাবেচার উদ্দেশ্যে, অধিকাংশ তাতেই সমবেত হন এই দিনে। তাই সেখানে পৌছানোর মানে, নির্বাচনের একটি বড় অংশের কাছে পৌঁছানো। তবে বিভিন্ন ওয়ার্ডে প্রাক্তন কাউন্সিলরা প্রতিনিয়ত বিভিন্ন বুধ ভিত্তিক কর্মীসভা করে চলেছেন প্রতিদিন। তাই ভোট প্রচারে বেশি সময় পাওয়াটা তৃণমূলের ক্ষেত্রে বাড়তি পাওনা।