নরেশ ভকত, বাঁকুড়াঃ আসন্ন বিধানসভা নির্বাচনের দিনক্ষণ যতই এগিয়ে আসছে ডান থেকে বাম সকল রাজনৈতিক দলগুলো নিজেদের সংগঠনকে মজবুত করতে ইতিমধ্যেই ময়দানে নেমে সংযোগ বৃদ্ধিতে জোর দিয়েছেন । সে মতই বাঁকুড়া জেলার পাত্রসায়র থানার কাকর ডাঙ্গা মোরে দলীয় কর্মীদের সঙ্গে চাইবে চায় পে চর্চায় যোগ দিলেন ভারতীয় জনতা মজদুর সেলের রাজ্য সভাপতি অর্ণব চ্যাটার্জী । বিষ্ণুপুর সাংগঠনিক জেলার বিজেপির ভারতীয় জনতা মজদুর সেলের সভাপতি বাপি হাজরা নেতৃত্বে এই চায় পে চর্চা অনুষ্ঠান আয়োজন করা হয় । আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা মজদুর সেলের রাজ্য সভাপতি অর্ণব চ্যাটার্জী , বিষ্ণুপুর সাংগঠনিক জেলার ভারতীয় জনতা মজদুর সেলের সভাপতি বাপি হাজরা সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব ।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে অর্ণব চ্যাটার্জী বলেন , বিষ্ণুপুরের দীর্ঘদিনের বিধায়ক তুষার কান্তি ভট্টাচার্য্য নিজে আমার সঙ্গে যোগাযোগ করেছেন এবং আগামী দিনে তিনি বিজেপিতে আসবেন বলে তিনি দাবি করেন । তিনি বলেন তুষার কান্তি ভট্টাচার্য্য আমাকে বলেছেন উনি তৃণমূল কংগ্রেসে গিয়ে ভুল করেছেন তিনি বিজেপিতে আসতে চান । তবে রাজীব বন্দ্যোপাধ্যায় সহ আরও এক ঝাঁক বিধায়ক বিজেপিতে আসবে বলে তিনি দাবি করেছেন ।