চক্ষু পরীক্ষা শিবিরে বিনামূল্যে চিকিৎসা ১০০ জনের

মহম্মদ নাজিম আক্তার, মালদহ : একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির হল চাঁচলে। রবিবার সকালে মালদহের চাঁচল-২ নং ব্লকের ভাকরি জিপির নেহালপুর -মহম্মদপুর প্রাথমিক বিদ্যালয়ে এই শিবিরের আয়োজন করা হয়।

এই শিবিরে চক্ষু পরীক্ষা করেন চাঁচলের মলয় আই অপটিক‍্যালের কয়েকজন চিকিৎসক। উদ্যোক্তারা জানিয়েছেন, সেখানে মোট ১০০ জনকে বিনামূল্যে চিকিৎসা করা হয়।উদ্যোক্তাদের পক্ষ থেকে মিজানুর ইসলাম বলেন এলাকার দুঃস্থ লোকেরা যাতে চক্ষু পরীক্ষার সুযোগ পায় সেই কারণে ওই শিবিরের আয়োজন করা হয়েছে।