ক্রিসমাসে রামপুরহাটে খুশির মেজাজ

অরবিন্দ মন্ডল, রামপুরহাট:-  রাত পোহালেই বড়দিন অর্থাৎ যিশুখ্রিস্টের জন্মদিন ।যদিও রামপুরহাট শহরে খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষ এর সংখ্যা অনেক কম তবুও রামপুরহাটে ভিন্নমাত্রা পায় বড়দিন। কয়েকদিন আগে থেকেই শহরের প্রাণকেন্দ্র পাঁচ মাথায় তৈরি হয় কেক ও বড়দিনের সরঞ্জামের অস্থায়ী দোকান। সে সমস্ত জিনিসপত্র কিনতে এলাকার মানুষ ভিড় জমান এই দোকানগুলোতে। রামপুরহাটের একমাত্র চার্জ রয়েছে রেলপারে। এদিন সকাল থেকেই এই চার্চে ভিড় ছিল চোখে পড়ার মতো সন্ধ্যেবেলায় প্রায় হাফ কিলোমিটারের ওপর লাইন ছিল শুধুমাত্র, চার্চে মোমবাতি জ্বালানোর জন্য ।এখানে নেই কোন ধর্মের ভেদ, নেই কোন জাতির ভেদ।রামপুরহাটের আপামর জনসাধারণ সকলে আসেন এই চার্চে। রামপুরহাটের এক ব্যবসায়ী জানান লকডাউন এর পর থেকেই প্রায় বসেছিলাম বাড়িতে।বড়দিনে শুরুতেই প্রায় দুই থেকে তিন লক্ষ টাকার কেক ও অন্যান্য ক্রিসমাসের সামগ্রী দোকানে মজুত করি, ভাবতেই পারিনি বড় দিনের মধ্যেই সমস্ত জিনিস বিক্রি হয়ে যাবে ।যদিও রামপুরহাটে খ্রিস্টান ধর্মের মানুষের সংখ্যা কম কিন্তু রামপুরহাট এর সব ধরনের মানুষ বড়দিনের উৎসবে মেতে ওঠেন।