শান্তনু রায়, পশ্চিম মেদিনীপুর : – দিল্লীতে কৃষক আন্দোলনকে সংহতি জানিয়ে কৃষি আইন ও বিদ্যুৎ আইন বাতিলের দাবিতে অনশনে বসল সারা ভারত কিষাণ ক্ষেতমজুর সংগঠন। বুধবার নারায়ণগড় ব্লকের বেলদাতে বেলদা গান্ধি পার্কে অনশনে বসেন কিষাণ ক্ষেতমজুর সংগঠনের সদস্যরা। উপস্থিত ছিলেন সারা ভারত কিষাণ ক্ষেতমজুর সংগঠন এর জেলা সম্পাদক প্রভঞ্জন জানা, সভাপতি সূর্য পড়িয়া, তুষার জানা, স্বদেশ পড়িয়া, প্রদীপ দাস সহ আরও অনেকে।
বেশ কিছুদিন আগে কৃষি আইন বাতিলের দাবীতে বেলদাতে ধর্ণা মঞ্চের আয়োজন করা হয়েছিল। সারা রাজ্যের পাশাপাশি বেলদাতে সারা ভারত কিষাণ ক্ষেতমজুর সংগঠন এর ডাকা এই অনশন মঞ্চ থেকে কৃষি আইনের বিরোধিতা করে বক্তব্য রাখেন বক্তারা। কেন্দ্রের জনবিরোধী নীতির প্রতিবাদ জানানো হয়। দিল্লিতে কৃষক আন্দোলনের নানান দিক তুলে ধরা হয় এদিন। অনশন মঞ্চে ভার্চুয়াল বক্তব্য রাখেন কিষাণ ক্ষেতমজুর সংগঠন এর রাজ্য সম্পাদক পঞ্চানন প্রধান। অবিলম্বে কৃষি আইন ও বিদ্যুৎ আইন ২০২০ প্রত্যাহার করার দাবী জানানো হয় সংগঠনের পক্ষ থেকে।