এবার মৃত পশুদের জন্য তৈরি হলো চুল্লি। আজ মঙ্গলবার বিকেলে তার উদ্বোধন করলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। বেশ কয়েকদিন ধরেই ওই চুল্লি তৈরির কাজ চলছিল। পরিবেশের কথা মাথায় রেখে এবার মৃত পশুদের দাহ করতে দু’টি চুল্লির উদ্বোধন করা হল দক্ষিণ দমদম পুরসভার প্রমোদনগরে।
পুর ও নগরোন্নয়ন দফতর সূত্রে খবর, রাজ্যের বিভিন্ন জায়গায় এই ধরনের আরও চুল্লি তৈরির পরিকল্পনা রয়েছে। পুরসভা সূত্রে জানা গেছে, নবনির্মিত চুল্লির কয়েলগুলি প্রায় ৮০০ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা উৎপন্ন করতে পারবে।এমনকি মৃত পশুর দেহ বহনের জন্য ক্রেনের ব্যবস্থাও করা রয়েছে। আজ এই চুল্লির উদ্বোধনী অনুষ্ঠানে এসে মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, ভবিষ্যতের জন্য এরকম আরো অনেক সমাজ কল্যান মূলক পরিকল্পনা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।