‘আর নয় মহিলাদের অসুরক্ষা’ ধরনা কর্মসূচি পালন বিজেপির মহিলা মোর্চার

অরবিন্দ মন্ডল, বীরভূম : – আর নয় মহিলাদের অসুরক্ষা, দিকে দিকে নারী-নিগ্রহ, ধর্ষণ ও খুনের প্রতিবাদে সারা রাজ্যব্যাপী ধরনা কর্মসূচি পালিত হচ্ছে। আজ বীরভূমের ২৯৪ বিধানসভা এলাকায় ভারতীয় জনতা মহিলা মোর্চার পক্ষ থেকে এই কর্মসূচি পালন করা হয় । এই কর্মসূচির অংশ হিসাবে ২৯৪ মুরারয় বিধানসভায় এদিন ধর্না মঞ্চ করেন ভারতীয় জনতা মহিলা মোর্চা।

রাজ্যজুড়ে বিজেপি কর্মীদের উপর শারীরিক মানসিক নির্যাতন ও নারী নির্যাতনের প্রতিবাদে এই ধর্না। রাজ্য মহিলা মোর্চার নির্দেশ অনুসারে মুরারয় বিধানসভা মহিলা মোর্চার পক্ষ থেকে আজকে এই ধর্ণা চলছে বলে জানিয়েছেন বীরভূম জেলা মহিলা মোর্চা সভানেত্রী অনুরাধা ঘোষ।এদিন দুপুরর ১২ টা থেকে বিকাল ৪ টে পর্যন্ত চলে এই ধর্ণা অনুষ্ঠান। আগামী দিনেও মহিলা মোর্চার তরফ থেকে এই ধরনের কর্মসূচি অনুষ্ঠিত হবে প্রতিটি ব্লকে ব্লকে এবং প্রতিটি বিধানসভা এলাকাতেও বলে জানান বীরভূম জেলা ভারতীয় জনতা পার্টির কর্মীরা।