নরেশ ভকত, বাঁকুড়াঃ আজ ভারতীয় জনতা পার্টির বিষ্ণুপুর সাংগঠনিক জেলার কোতুলপুর বিধানসভার মির্জাপুরে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই রক্তদান শিবিরে প্রায় একশো জন রক্তদাতা রক্ত দান করে। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন নবনিযুক্ত সভাপতি বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি সুজিত আগস্তি ও জেলার সাধারণ সম্পাদক অমরনাথ শাখা সহ একাধিক বিজেপির সাংগঠনিক জেলার নেতৃত্ব।
বিজেপির শিক্ষক সংগঠনের পক্ষ থেকেই রক্তদান শিবিরের আয়োজন করা হয়, এই রক্তদান শিবিরে বিষ্ণুপুর সাংগঠনিক জেলা নব নিযুক্ত সভাপতি এই প্রথম কর্মসূচিতে যোগদান করেই তৃণমূলের বিরুদ্ধে গর্জে ওঠেন।একদিন আগেই বিষ্ণুপুরে কল্যাণ বন্দ্যোপাধ্যায় একটি জনসভা থেকে শ্যাম মুখার্জীকে চোর বলে কটাক্ষ করেন। তারই পরিপ্রেক্ষিতে তিনি বলেন তৃণমূল দলটাই তো পুরো চোর , ওরা আবার চোরের বিচার করছে , রাজ্যে ভাইপোর থেকে বড় ডাকাত আর কেউ কি রয়েছে। আর কল্যাণবাবু লোককে বলছেন চোর তিনি নিজেও একজন কি এটা সব মানুষই জানে।