মলয় দে নদীয়া :- বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর এই কথাটি আজ প্রাসঙ্গিক, বিজ্ঞানের যুগে আজও অলৌকিক ঘটনা ঘটে চলেছে একই দিনে একই পরিবারের। দুই সন্তানের মৃত্যুর পর মায়ের কোল আলো করে আবারো জন্ম গ্রহণ করল দুই যমজ সন্তান। পরিবারের দাবি ‘যে নেয় সেই দেয় রাখে হরি তো মারে কে’, এমনই অলৌকিক ঘটনার সাক্ষী থাকলো নদীয়ার তাহেরপুর থানা এলাকার ঝামাল গ্রাম।
উল্লেখ্য গত বছর দোল পূর্ণিমার হোলির উৎসবের দিনে এই গ্রামেরই চারজন একটি পুকুরে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হয়। তার মধ্যে একই পরিবারের এক পুত্র সন্তান ও কন্যা সন্তানের মৃত্যু হয়। পুত্র সন্তানের বয়স ১৪ বছর, আর কন্যা সন্তানের বয়স ১২ বছর, এই মৃত্যুর ঘটনা ঘটার পরে শোকের ছায়া নেমে এসেছিল গোটা ঝামাল গ্রামজুড়ে। এক বছর পরে ঝামাল গ্রামের বাসিন্দা বাবলু প্রামানিকের স্ত্রী রাশি প্রামাণিকের কোল আলো করে জন্ম গ্রহন করল আবারো পুত্র ও কন্যা যমজ সন্তান। স্বাভাবিকভাবেই পরিবারসহ গোটা গ্রামে বইছে খুশির হাওয়া। এ বিষয়ে গ্রাম বাসীরা জানান, আমাদের ভগবানের প্রতি বিশ্বাস আরো বেড়ে গেল।