হাতের মধ্যে বিস্ফোরণের জেরে গুরুতর জখম হলেন এক যুবক। আহত যুবকের নাম সঞ্জিত রায় (২০)।বাড়ি নদীয়ার কল্যাণী থানার ঘোষপাড়ার ২নং ওয়ার্ডের ।
সূত্রের খবর, রাতে ওই এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা যায়। তারপর রক্তাক্ত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে কল্যাণী jnm হাসপাতালে নিয়ে আসে।তার বাড়ির পাশে একটি মাঠের মধ্যেই এই ঘটনা ঘটে বলে জানা যায়। পরিবারের দাবী, বাজি ফাটা গিয়ে এই দুর্ঘটনা। রাতেই গুরুতর জখম অবস্থায় ওই যুবককে কল্যাণী জে এন এম হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।তবে পুলিশের প্রাথমিক অনুমান বোমা ফেটেই বিপত্তি। এই ঘটনার তদন্ত শুরু করেছে কল্যাণী থানার পুলিশ।