কৃষ্ণনগর শক্তি নগর হাসপাতাল এর ভিতরে সজল ধারা।পানীয় জলের ব্যাবস্থা।তৈরি হবার পর থেকে কিছুদিন ,ব্যাস, বন্ধ ই হয়ে রইলো। পেশেন্ট এর বাড়ির লোকেরা জল কিনে আনে খাবার জন্য। স্থানীয় লোকেরা অবশ্য বলছেন কিছুদিন আগেও চলতো।কিন্তু কেন বন্ধ তারা জানেন না। মাঝে মধ্যে একজন পাগল এসে তারই রেখে যাওয়া একটি ঠাকুর কে পুজো করেন বাবার প্রসাদ দিয়ে।তখন কারুর নজর পড়লে তাকে তাড়ানো হয়। cmoh এত অবশ্য জানা আছে কিনা জানিনা,তবে এত বড় একটা প্লান্ট চালু থাকলে সাধারণ মানুষ উপকৃত হত।