প্রবল ভারী বর্ষণে জলমগ্ন নদীয়া

ঝড়ের প্রকোপে ক্ষতি না হলেও গোটা নবদ্বীপ জলবেষ্টিত। জেলার কৃষ্ণনগর চাকদহ শহরের অলিতে গলিতে জলমগ্ন। শান্তিপুরের সুধাকর অঞ্চলে বেশিরভাগ এলাকা জমা জলের কারণে রাস্তা বন্ধ হয়ে রয়েছে বেশ কয়েকটি। কৃষ্ণ কালিতলা, খুদে কালিতলা, বড়বাজার , কে সি দাস রোড, গুলবাজ মোড়, মুন্সির পূল ডাকঘর সবুজ সংঘ মোড় সর্বত্রই ছিলো জলমগ্ন।