নদীয়ার শান্তিপুর শহরের 12 নম্বর ওয়ার্ডের তামাচিকাপারার মধ্যেই জঞ্জাল ফেলার স্তুপ! এবং সেখানেই পিপি ইকিট এবং লেপ তোষক পরিত্যক্ত অবস্থায় গতকাল সন্ধ্যা থেকেই পড়ে থাকতে দেখে এলাকাবাসী অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী নীলরতন প্রামানিক। সন্ধ্যাতে এমনিতেই পৌরসভার ছুটি, তার ওপর প্রাক্তন পৌর প্রধানের মৃত্যুতে শোকার্ত গোটা শান্তিপুর তাই বিষয়টির জন্য কারো সাথে যোগাযোগ করেননি। আজ সকালে বিষয়টি জানাজানি হল এই এলাকায় চাঞ্চল্য দেখা যায়। ওই এলাকার বাসিন্দা সানি ও একটি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নিলাভ প্রামানিক প্রাক্তন কাউন্সিলর স্বামী স্বপন মঠের সাথে কথা বলেন, তিনি অতিসত্বর ব্যবস্থা নেওয়ার কথা জানান, পৌর পরিষদ সদস্য শাহজাহান শেখের সাথে কথা হয় তার। দীর্ঘ 4 ঘন্টা অতিক্রান্ত হয়ে যাওয়ার পর, পরিত্যক্ত পিপিই কিট নিয়ে গেলেও, পড়ে থাকে লেপ-তোষক। এলাকার সুদীপ্ত চ্যাটার্জী পেশায় ব্যবসায়ী তিনি জানান, এইরকম একটি ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে, শুধু পিপিই কিটি নয় আশেপাশের বিভিন্ন বাড়ি হোটেল রেস্টুরেন্টের নোংরা আবর্জনা বাসী খাদ্য-খাবার, ফেলা হয় এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটি পাড়ার সংযোগস্থলে এধরনের আবর্জনার স্তুপাকারে ফেলার ব্যবস্থা না থাকলেই ভালো হয়, এ বিষয়ে অতীতে পৌরসভায় জানিয়েও কোনো সুরাহা মেলেনি।