নদীয়ার রানাঘাটের আজ সেন্ট লুকস চার্চ ও সেন্ট স্টিফেন্স স্কুল এর যৌথ উদ্যোগে চালু হলো আইসোলেশন সেন্টার

আজ সেন্ট লুকস চার্চ ও সেন্ট স্টিফেন্স স্কুলের যৌথ উদ্যোগে রানাঘাট বেগোপাড়া দয়াবাড়িতে সোমবার উদ্বোধন হলো আইসোলেশন সেন্টারের ।এই আইসলেশন এর উদ্বোধন করেন রানা কর্মকার । রানাঘাট বোগোপাড়া অঞ্চলে এমন অনেক মানুষ আছেন যাঁদের বাড়িতে আলাদা ঘরে থাকার মতো পরিকাঠামো নেই। অনেকে আবার
বেগোপাড়া অঞ্চলের বাসিন্দা যারা প্রায়শই বিদেশ কাজ করেন তারা অনেকে বাড়ি ফিরছেন অনেকেই।এমতাবস্থায় রানাঘাট বেগোপারা অঞ্চলে একটি আইসোলেশন সেন্টারের খুবই প্রয়োজন হয়ে পড়েছিল। আর এই প্রয়োজনীয়তার কথা অনুভব করে সেন্ট লুকস চার্চ ও সেন্ট স্টিফেন্স স্কুলের যৌথ উদ্যোগে বেগোপাড়ায় এই আইসোলেশন সেন্টারের ব্যবস্থা।আজ 12বেডের এই আইসোলেশন সেন্টারের উদ্বোধন করেন রানাঘাটের মহকুমা শাসক রানা কর্মকার। উপস্থিত ছিলেন ব্যারাকপুর ডায়াসিসের সম্পাদক সুকল্যাণ হালদার।সেন্ট লুকস চার্চের ফাদার ও সেন্ট স্টিফেন্স স্কুলের প্রিন্সিপাল ডেভিড রয়।12বেডের এই আইসোলেশন সেন্টারে আছে অক্সিজেনের ব্যবস্থাও।