ব্যাক্তিগত গন্ডগোল ছিল অনেক আগে।মিটেও গেছিলো। বছর পাঁচেক আগেকার কথা।তার জেরেই আবার নতুন করে গতকাল রাত্রে ছোট্টু শেখ এর বাড়ির সামনে রাখা দুটি গাড়িতে হামলা করলো তারই প্রতিবেশী।শুধু গাড়ির কাঁচ ভেঙেই নয়! দা দিয়ে কুপিয়েছে সমস্ত গাড়িতেই।কোতোয়ালি থানায় ফোনের সাথে সাথে ঘটনাস্থলে পুলস গেলে সবাই পালিয়ে যায়। পরে আরও অনেকে ছেলে নিয়ে এসে হামলা করে। ঘটনাটি ঘটেছে কৃষ্ণনগর সুকুলরোড এ।