গতকালকের খবরের জেরে, করনার কারণে ফুটপাতে আশ্রয় নেওয়া যুবকের সাথে দেখা করলেন চাপড়া গ্রামীণ হাসপাতালে বিএমওএইচ

খবরের জেরে ফুটপাতে থাকা করোনা আক্রান্ত যুবকের সাথে দেখা করলেন চাপরা গ্রামীণ হাসপাতালে বিএমওএইচ এবং তার স্বাস্থ্যের খোঁজ খবর নিলেন আপাতত তিনি ভালো আছেন। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর তিনি আপাতত সুস্থ আছেন । তার আক্রান্ত হওয়ার পর প্রায় 15 দিন অতিক্রান্ত হয়ে গেছে। তবুও শারীরিক পরিস্থিতির বিশেষভাবে খতিয়ে দেখে, ঔষধ এবং বিভিন্ন পথে্যর ব্যবস্থা করলেন তিনি।