কোদাল হাতে মাঠে প্রশাসনিক কর্তারা

কোদাল হাতে মাঠে প্রশাসনিক কর্তারা।

মহম্মদ নাজিম আক্তার,মালদা,১৩ ডিসেম্বর:হাতে কোদাল ও ডালা নিয়ে মাঠে নেMkমে পড়েন প্রশাসনিক কর্তারা। ভাবতে অবাক লাগলেও বাস্তবে দেখা গেল রবিবার মালদহের চাঁচল ১ নং ব্লকের ফুটবল স্টেডিয়ামের জঞ্জাল পরিস্কারে সহযোগিতা করলেন চাঁচলের মহকুমাশাসক সঞ্জয় পাল, চাঁচল ১ নং ব্লকের বিডিও সমীরণ ভট্টাচার্য্য, চাঁচল থানার আইসি সুকুমার ঘোষ।উপস্থিত ছিলেন ক্রীড়াপ্রেমী দীপঙ্কর রাম সহ প্রমুখরা।

দীর্ঘদিন ধরে ফুটবল স্টেডিয়ামটি জঞ্জালে পরিপূর্ণ হয়ে উঠেছিল। তাই রবিবার ছুটির ফাঁকে জঞ্জাল পরিস্কার এগিয়ে আসলেন প্রশাসনিক কর্তারা।

চাঁচল গ্ৰাম পঞ্চায়েতের ১০০ দিনের আওতায় কাজ চলছে জানান উপপ্রধান উৎপল তালুকদার।
স্টেডিয়ামের প্রবেশদ্বারটি আবর্জনার স্তুপ হয়েছিল।তাই এদিন প্রশাসনিক কর্মকর্তাদের উপস্থিতি ও সহযোগীতায় জঞ্জাল পরিস্কার কর্মসূচিটি সম্পূর্ণ হয়। স্টেডিয়ামের জঞ্জাল পরিস্কার করার পাশাপাশি তার পারিপার্শ্বিকও পরিস্কার করা হয় বলে জানা যায়।