আংশিক লকডাউনে জেরে লাচ্ছা সেমাই বিক্রি আর আগের মতন নেই!

আংশিক লকডাউন এর কারণে এবার ব্যাপক ক্ষতিগ্রস্ত লাচ্ছা সেমাই বিক্রেতারা।আগামীকাল ইদ।প্রতিবছরই ইদের আগের দিন প্রচুর পরিমাণে লাচ্ছা সেমাই বিক্রি হয়।কিন্তু এবছর করোনা কারণে লাচ্ছা সেমাই সেরকম ভাবে বিক্রি হয়নি।গত একমাস ধরে মূলধন খাটিয়ে লাচ্ছা সেমাই তুলেছিল দোকানিরা।কিন্তু করোনা পরিস্থিতিতে রানাঘাটে নির্দিষ্ট ব্যাবসায়িক সময়।যারফলে লাচ্ছা সেমাই এবছর বিক্রিতে ভাটা।স্বাভাবিক ভাবেই ক্ষতির সম্মুখীন রানাঘাটের লাচ্ছা সেমাই বিক্রেতারা।