আজ বাংলার বিভিন্ন কলেজের অস্থায়ী কলেজ কর্মীদের বিক্ষোভের মত নদীয়ার শান্তিপুর কলেজেও দেখা গেলো বিক্ষোভরত অবস্থায়।অবস্থান বিক্ষোভ শুর হয়, সকাল দশটা নাগাদ চলে দুপুর দুটো পর্যন্ত। কর্মরত এক অস্থায়ী কর্মী বলেন দীর্ঘ বঞ্চনার প্রতিবাদ পশ্চিমবঙ্গ কলেজ ক্যাজুয়াল এম্প্লয়িস সমিতির ডাকে এই অবস্থান বিক্ষোভ চলছে, আমরা মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন অবিলম্বে আমাদের স্থায়ীকরণ করুক। এবং তারা আশাবাদী অতীতে বেশকিছু অস্থায়ী কর্মচারীদের স্থায়ী করেছেন মুখ্যমন্ত্রী, তাই এই বিষয়টিও গুরুত্বের সাথে দেখবেন।