করোনার প্রথম ধাপ থেকে সকলেরই প্রার্থনা ছিল ভ্যাকসিন পাওয়ার। পুলিশকর ,স্বাস্থ্যকর্মী, ভোট কর্মী একে একে সকলেরই ভ্যাক্সিনেশন শেষ হয়েছে! অবশেষে সর্বসাধারণের, কিন্তু তাও প্রবীনদের অর্থাৎ 45 এর উর্দ্ধে। কিন্তু সরাসরি যাদের প্রতিনিহত মানুষের সাথে যোগাযোগ, তারা ব্রাত্য ছিলেন তাও শুরু হলো, তবে আজ সেই বিশেষ দিন যেখানে 18 থেকে 44 বছর পর্যন্ত যুব সম্প্রদায়ের ভ্যাকসিন প্রাপ্তির। শান্তিপুর শহরের পঞ্চানন তলায় অবস্থিত “সহায়” ইউপিএইচসি -৩ স্বাস্থ্য কেন্দ্রের সামনে তৃতীয় লিঙ্গ, এবং পরিবহন শ্রমিকদের আগ্রহ ছিল লক্ষণীয়। ওই কেন্দ্রে দায়িত্ব থাকা ড: সুশান্ত ঘোষ জানান সহকারি সিএমওএইচের নির্দেশে জেলা প্রশাসকের ব্যবস্থাপনায় আজ 150 জন পরিবহন কর্মী এবং কুড়িজন তৃতীয় লিঙ্গের মানুষকে প্রথম ডোজ হিসাবে 18 থেকে 44 বছর বয়সের ভ্যাকসিনেশন সম্পন্ন হলো।