সরকারি অনুমতি ক্রমে একশ দিনের কাজ শুরু হতেই, খুশি শ্রমজীবী পরিবারগুলি
মলয় দে নদীয়া :-১০০ দিনের কাজ শুরু বাথনা দুর্লভ পাড়া এলাকায়। রবিবার শান্তিপুর ব্লকের বাথনা দুর্লভ পাড়া এলাকার তরুণ সংঘ ক্লাব মাঠে মাটি ভরাটের মাধ্যমে ১০০ দিনের কাজ শুরু হলো।১০০ দিনের কাজের প্রায় ৬০ জন শ্রমিক কাজ শুরু করেছে। কর্মরত এক শ্রমিক জানান দীর্ঘ লকডাউনে কর্মহীন হয়ে পড়েছিলাম ১০০ দিনের কাজ মেলায় সংসার চালাতে আর কোনো অসুবিধা হচ্ছে না পরিবারের সকলের মুখে হাসি ফুটতে শুরু করেছে আমাদের।