তাঁত শ্রমিকদের জন্য লোন মেলা নদীয়ার শান্তিপুরে

তাঁত শ্রমিকদের জন্য, লোন মেলা নদীয়ার শান্তিপুরে

মলয় দে নদীয়া:- শান্তিপুরের তাঁত শিল্প নিয়ে এর আগেও রানাঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ জগন্নাথ সরকার কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি কে চিঠি করেন। সেই চিঠির প্রেক্ষিতে অনেকটাই সাফল্য মিলেছে এমনটাই জানান সংসদ জগন্নাথ সরকার। পাশাপাশি সোমবার শান্তিপুর পৌরসভা এলাকার স্টার প্যালেস লজে শান্তিপুরের তাঁত শিল্পীদের নিয়ে একটি মুদ্রা লোনের সভার আয়োজন করে স্থানীয় হস্তচালিত তাঁত শিল্পের একটি সংগঠন। এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রানাঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ জগন্নাথ সরকার। উইভার্স সার্ভিস সেন্টার কলকাতা ডেপুটি ডিরেক্টর রাজেশ চ্যাটার্জী, নাবার্ড কর্তৃপক্ষ ডক্টর অমৃতা চট্টোপাধ্যায় ও তপু দত্ত, এছাড়াও শান্তিপুরের বিভিন্ন ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজারগণ এই সভা থেকে বক্তব্যের মধ্য দিয়ে শান্তিপুরের তাঁত শ্রমিকদের ব্যাংকের মাধ্যমে কিভাবে লোন নিয়ে তাঁত শিল্পকে আরো বাড়িয়ে নেওয়া যায় তারি ব্যাখ্যা দিলেন ব্যাংক ব্রাঞ্চ ম্যানেজারেরা। সাংসদ জগন্নাথ সরকার একদিকে যেমন লোন গ্রহীতাদের পরিষদের বিষয়ে সচেতন থাকতে অনুরোধ করেন, অন্যদিকে ব্যাংক কর্তৃপক্ষ কে সজাগ থাকতে বলেন ব্যাংক কর্তৃপক্ষের নাম ভাঙিয়ে অসাধু চক্রর সক্রিয়তার বিষয়ে। লোন গ্রহীতা হিসেবে আগত তাঁত শ্রমিকরা জানান এ ধরনের আয়োজনে ঐতিহ্যপূর্ণ শান্তিপুরের তাঁত শিল্পের রুগ্ন দশা কিছুটা কাটবে।