ইঁটভাটার ছিড়ে যাওয়া তারে মৃত্যু হল এক শিশুর। মৃত শিশুর নাম ছোট্টু কুমার পাশওয়ান বাড়ি ভিন রাজ্যে। গতকাল সকালে ঘটনাটি ঘটে নদীয়া রানাঘাট 1 নম্বর ব্লকের পায়রাডাঙ্গা শিবপুর ঘাটের কাছে। দীর্ঘদিন ধরে ওই এলাকায় ভাটা চালাচ্ছিলেন রানাঘাট নিবাসী পল্টু পাইন নামে এক ব্যক্তি। গত মঙ্গলবার দুপুরে ঝড়-বৃষ্টি চলাকালীন ইঁটভাটার তার ছিড়ে রাস্তার উপরে পড়েছিলো স্থানীয় বাসিন্দারা ইটভাটার মালিক কে বারবার বলা সত্ত্বেও তিনি কোনো রকম কোনো কর্ণপাত করেননি বলেই দাবি করেন এলাকাবাসীরা। গতকাল বুধবার বেলায় ওই শিশু শ্রমিক জল আনতে গেলে বিদ্যুৎপিষ্ট হয় এরপর তাকে রানাঘাট মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন । স্থানীয় বাসিন্দারা দীর্ঘক্ষন ধরে মৃতদেহ আটকে রেখে বিক্ষোভ করে। ঘটনার পর থেকে ভাটা মালিক ও ভাটার কারবারিরা সকলেই পলাতক! পুলিশ তদন্ত শুরু করেছে। ভাটা মালিককে গ্রেপ্তারের দাবিতে সরব এলাকার মানুষ।
ইটভাটার তরপে পিন্টু পাইন “বলেন খবর পাওয়ার পরেই বিদ্যুৎ দপ্তরে জানিয়েছিলাম মেরামতির আগেই দুর্ঘটনা ঘটে যায়”। ওই এলাকারই শুভদীপ বিশ্বাস জানান মঙ্গলবার ঝড় বৃষ্টির পর তার ছিড়ে যাওয়ার বিষয়টি ওই ভাটার মালিক থাকাকালীন তাদের এক কর্মচারীকে জানাই আমি, প্রায় 15 ঘন্টা কেটে যাওয়ার পরও ভ্রুক্ষেপ করেনি ভাটা কর্তৃপক্ষ।
অপর এক এলাকাবাসী অমিত মন্ডল জানান ভাটা কর্তৃপক্ষের গাফিলতিতেই এই দুর্ঘটনা।
অপরাধ এলাকাবাসী সুষমা বিশ্বাস, প্রশ্ন তোলেন 6 বছরের ওই শিশুও তার মা-বাবার সঙ্গে কাজ করতো।
স্থানীয় এক নম্বর ব্লকের বিডিও সঞ্জীব সরকার জানান, এখনো লিখিত অভিযোগ কেউ করেননি, তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।