হরিণঘাটার বালিন্দীতে আইজার কলকাতা সামনে অবস্থান-বিক্ষোভ পড়ুয়া, অভিভাবক ও অভিভাবিকাদের

বোর্ডের স্বীকৃতির দাবিতে মঙ্গলবার সকাল থেকে হরিণঘাটার বালিন্দীতে আইজার কলকাতার সামনে রাস্তা অবরোধ করলেন আইজার কলকাতার অভিভাবক ও ছাত্রছাত্রীরা। বছর দুই ধরে এই স্কুলের বোর্ডের স্বীকৃতির দাবিতে আন্দোলন চালিয়ে আসছেন তাঁরা। প্রসঙ্গত, ২০১৫ সালে এই স্কুলটি গড়ে ওঠে এলাকার শিক্ষাব্যবস্থাকে চাঙ্গা করতে। তখন জানানো হয় এটি কেন্দ্রীয় সরকারের অধীনস্থ স্কুল। কিন্তু বছর কয়েক যেতেই এটি বেসরকারি স্কুলে পরিণত করার চক্রান্ত করা হতে শুরু করেন পরিচালন সমিতি। সরাসরি স্বীকৃতির বিষয়েও চলতে থাকে টালবাহানা। এরপর থেকেই স্কুলে
পাঠরত ছাত্রছাত্রীদের অভিভাবকরা বিক্ষোভে ফেটে পড়েন। তাঁরা আদালতের দ্বারস্থ হন। আদালত অন্তর্বর্তীকালীন রায় দেন ছাত্রছাত্রীদের শিক্ষাতে সহায়ক ভূমিকা নিতে হবে স্কুলকেই।