প্রাণঘাতী করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ ইতিমধ্যেই আছড়ে পড়েছে সারা বিশ্বে। করোনার গ্রাসে প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে মৃত্যুর সংখ্যা। ভয়াবহ এই পরিস্থিতিতে সাধারণ মানুষকে স্বাস্থ্য সচেতন করতে সর্বদা মাস্ক, স্যানিটাইজার ব্যবহার করার আবেদন জানিয়ে পথে নামলো ‘প্রজ্ঞান” নামক নবদ্বীপের এক স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। বৃহস্পতিবার সকালে নবদ্বীপ প্রাচীন মায়াপুর সংলগ্ন জনবহুল বাজার এলাকায় পথচলতি সাধারণ মানুষের হাতে মাস্ক তুলে দেওয়ার পাশাপাশি অটোমেটিক স্যানিটাইজার মেশিন স্থাপন করা হলো সংগঠনের পক্ষ থেকে। যার ফলে ওই এলাকার পথচলতি সাধারণ মানুষ নিজেকে ভাইরাস মুক্ত রাখতে এবার থেকে স্যানিটাইজার মেশিনের মাধ্যমে সব সময় স্যানিটাইজার ব্যবহার করতে পারবেন বলে জানিয়েছেন সংগঠনের সদস্যরা। পূর্বে নবদ্বীপের প্রাণকেন্দ্র পোড়ামাতলা চত্বরেও একইভাবে স্যানিটাইজার মেশিন স্থাপন করা হয় এই স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে। পরবর্তীকালে শহরের অভ্যন্তরে বিভিন্ন জায়গায় তাঁরা এই মেশিন স্থাপন করবেন বলে এই দিন জানান সংগঠনের সদস্য সুমন সাহা।