স্বার্থপর দৈত্য কে তাড়িয়ে খুশির বড়দিন এনে দিলো শান্তা

মলয় দে নদীয়া :- দীর্ঘ লকডাউনে কর্মহীন পরিবারের সামাজিক ধর্মীয় সমস্ত অনুষ্ঠানের উৎসবের মেজাজ কেড়ে নিয়েছে অদৃশ্য স্বার্থপর দৈত্য করোনা। পরিবার প্রধান হিমশিম খাচ্ছে কর্মহীনতার জ্বালায়, অথচ প্রত্যেক পরিবারের শিশুরাই অপেক্ষায় থাকে শান্তার উপহারের জন্য! কিন্তু সে ইচ্ছা থাকলেও সময় বা অর্থ কোনটাই অনুকূলে নেই পরিবার প্রধানের। কিন্তু এত কঠিন পরিস্থিতির কথা শিশুমনে যাতে প্রভাব না পড়ে, সেই কারণেই শান্তিপুর পূর্ণিমা মিলনী সংঘের পক্ষ থেকে বিশ্বজিৎ রায় শান্তা সেজে নদীয়ার শান্তিপুর চাঁদরা গ্রামের বহু পুরনো চার্চের প্রাঙ্গণে ক্ষণিকের জন্য স্বার্থপর দৈত্য কে তাড়িয়ে খুশির বড়দিন এনে দিলো। মাস্ক, স্যানিটাইজার, সাবান বিতরণ করল গ্রামে ঘুরে ঘুরে। বৃদ্ধ প্রান্তিক মানুষদের শীতের প্রকোপ থেকে বাঁচাতে বিতরণ করলো উষ্ণ ভালোবাসার কম্বল। কচিকাঁচারাও হাতের কাছে শান্তাকে পেয়ে সেলফি তোলা, গল্প শোনা, শস্যখেত ভ্রমণ চলো দিনভোর।