সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেই নিমেষের মধ্যে বিক্রি হয়ে গেলো 26 কেজি ওজনের কাতলা!

নদীয়ার শান্তিপুর বোস মার্কেট রেল বাজারে ভোলা হালদার মাছ বিক্রি করছেন প্রায় 25 বছর! বারো, সতেরো, কুড়ি কেজি পর্যন্ত সবচেয়ে বেশি ওজনের মাছ মিলেছে তার বরাতে। কিন্তু গতকাল আড়তে গিয়ে, একটি 26 কেজি ওজনের মাছ দেখতে পান তিনি। আবারো গতকাল থেকেই শুরু হয়েছে লকডাউন, বাজারের সময়সীমা 7 টা থেকে 10 টা। তিন ঘন্টার মধ্যে এত বড় মাছ বিক্রি করার দুশ্চিন্তা কে উপেক্ষা করেও ব্যবসায়িক মুনাফার উদ্দেশ্যে এবং ব্যক্তিগত ইচ্ছাতে শেষমেষ 8000 টাকা দিয়ে কিনেই ফেললেন মাছটি। বুদ্ধি করে মাছ এর ব্যাপারে সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট করে দিলেন গতকাল। এরপর থেকে সকাল সাতটায় মাছ কাটার সাথে সাথে এক ঘণ্টার মধ্যে মাছে ভাতে বাঙালির সংগ্রহে তা নিমেষের মধ্যে বিক্রি হয়ে যায়। তবে মাছ বিক্রেতা ভোলা বাবু জানান মাথা ছাড়া শুধু মাছ 400 টাকা প্রতি কেজি দরে বিক্রি করেছি। বেশি দাম দিতে চাইলেও এক কেজির মাছ বেশি মাছ কাউকে দেইনি! কারণ সোশ্যাল মিডিয়ায় ছবি দেখে আশা ক্রেতাদের প্রত্যেকেরই মনের ইচ্ছা পূরণের চেষ্টা করেছি।